ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, ইমরান খান, পাকিস্তান,
ইমরান খান। রয়টার্স ফাইল ফটো

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আজ সোমবার কিছু সময়ের জন্য হ্যাক করা হয়।

পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া প্রধান ড. আরসালান খালিদ ডনকে এ তথ্য জানান।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। তবে, খুব দ্রুত সেটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটার সহায়তায় পুনরুদ্ধার করা হয়।

তিনি নিজেই ইমরানের অ্যাকাউন্টের ওপর নজর রেখেছিলেন বলে জানান। ইমরানের খানের ইনস্টা ফলোয়ার সংখ্যা ৭৪ লাখ।

তিনি জানান, হ্যাকাররা ওই অ্যাকাউন্টে একটি ক্রিপ্টোকারেন্সি লিংক শেয়ার করেছে।

খালিদ বলেন, হ্যাকাররা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের একটি টুইটের স্ক্রিনশটও শেয়ার করেছে।

Comments