শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব দূরে নয় পাকিস্তান: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, ইমরান খান, পাকিস্তান,
ইমরান খান। রয়টার্স ফাইল ফটো

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নয় পাকিস্তান। তখন আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে।

আজ রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পাকিস্তানের অর্থনীতির অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান। তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতদিন জারদারি-শরিফদের দেশ 'লুণ্ঠন' করতে দেবে।

ইমরান বলেন, জারদারি-শরিফ ৩০ বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে অর্জিত সম্পদ বাঁচাতে ক্ষমতায় বসেছেন।

পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা, মুদ্রার রেকর্ড অবমূল্যায়ন এবং বৈদেশিক রিজার্ভ হ্রাসের পর ইমরানের এই মন্তব্য এলো।

Comments