চাল আমদানিতে শুল্ক কমিয়ে ২৫ শতাংশ

স্থানীয় বাজারে গত ৪-৫ দিনে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা করে বেড়েছে। ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়িয়ে দাম কমানোর উদ্দেশ্যে চাল আমদানিকে উৎসাহিত করতে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত আমদানি শুল্ক কমিয়েছে সরকার। 

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানিকারকরা ৬২.৫ শতাংশের পরিবর্তে এখন থেকে ২৫ শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করে আমদানি করতে পারবেন। 

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমদানির সুবিধার্থে আমরা শুল্ক কমিয়েছি।'

বন্যা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছর ধান আবাদে বড় ধরনের ক্ষতির আশঙ্কার মধ্যে বোরো মৌসুম চলাকালীন ধানের দাম বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলমান বন্যা পরিস্থিতি এই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

গত এক মাসে সব ধরনের শস্যের দাম বেড়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তৈরি বাজার মূল্যের তথ্য অনুসারে খুচরা বিক্রেতারা গতকাল প্রতি কেজি চিকন চাল ৬৪-৮০ টাকায় বিক্রি করেছে, যা এক মাস আগের তুলনায় ১৪ শতাংশ বেশি।

টিসিবি তথ্য অনুসারে, মোটা চালের দাম এক মাস আগের তুলনায় গতকাল ৮.৬ শতাংশ বেড়ে প্রতি কেজি ৪৮ থেকে ৫৩ টাকায় বিক্রি হয়েছে।

এনবিআর কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আমদানি শুল্ক কমানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

37m ago