দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি: পলাশ খান/ স্টার

দেশের বিভিন্ন জায়গায় আগামী ২ থেকে ৩ দিন মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বৃষ্টিসহ ঝড়বৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকার আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ইতোমধ্যে ভারী বর্ষণের সতর্ক সংকেত দিয়েছি।ভারী বর্ষণ হলো ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি। ইতোমধ্যে গত ২৪ ঘণ্টায় রংপুরে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পুরো রংপুর বিভাগ, মসয়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আগামী ২ থেকে ৩ দিন ৪৪ থেকে ৮৮ মিলিমিটারে বেশি বৃষ্টিপাত হতে পারে।'

সিলেটর বন্যা বিষয়ে তিনি বলেন, 'আমাদের দেশে যে বৃষ্টিপাত হয় সেখানে ৮-১০ শতাংশ বন্যায় অবদান রাখে। বাকীটা উজানের পানি এসে এই বন্যা হয়েছে।'

আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে সারা দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে।

Comments