বৃষ্টিতে কমবে তাপমাত্রা, মেঘলা থাকতে পারে আগামীকালও

আজ সকালে বৃষ্টি হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। সকাল থেকে আবহাওয়া মেঘলা থাকায় অনেককে ছাতা নিয়ে বের হতে দেখা গেছে। ছবি: স্টার

ঢাকাসহ সারাদেশে গতকাল রৌদ্রজ্জ্বল দিন ছিল এবং সারাদিন বেশ গরম অনুভূত হয়েছে। কিন্তু আজ সোমবার সকাল থেকেই সূর্যের দেখা নেই।

আজ ভোর থেকে মেঘলা আবহাওয়ার মধ্যে বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

এ অবস্থা আজ সারাদিন থাকবে এবং এতে তাপমাত্রাও কিছুটা কমে এসেছে।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিম থেকে আসা মেঘের কারণে এরকম হচ্ছে। এটা সাগরে সৃষ্ট কোনো নিম্নচাপ বা এ জাতীয় কিছু নয়।

আগামীকাল মঙ্গলবার আবহাওয়া আগের অবস্থায় ফিরে যাবে এবং রোদের দেখা মিলতে পারে।

বৃষ্টির বিষয়ে জানতে চাইলে বাংলাদশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বিক্ষিপ্তভাবে দেশের ৮ বিভাগের সবখানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে দক্ষিণের চেয়ে দেশের মধ্যাঞ্চলে এবং উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।'

তিনি বলেন, 'বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা আজ ও আগামীকাল কিছুটা কমবে। তারপর আবার আগের অবস্থায় ফিরে যাবে। আগামীকাল মঙ্গলবার হয়ত সূর্যের দেখা মিলতে পারে।'

এই আবহাওয়াবিদ আরও বলেন, 'এটা নিম্নচাপ নয়। সাগরে কিছু হয়নি। পশ্চিম দিক থেকে কিছু মেঘ এসেছে, এতে বজ্রঝড় সৃষ্টি হয়েছে। এ কারণে বৃষ্টি হচ্ছে।'

'রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং আগামীকাল অবশ্য সারাদেশে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে,' বলেন তিনি।
         
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি
হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ।

আগামীকাল মঙ্গলবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তবে, পরশুদিন বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Comments

The Daily Star  | English

National polls: BNP to keep pressing govt for roadmap

Despite government assurance of polls by December, the BNP would be pushing for prompt announcement of the election roadmap as it believes a quarter is out to delay the polls.

5h ago