সরকারি কর্মকর্তাদের পাচার করা সম্পদের তদন্ত করবে দুদক

সরকারি কর্মকর্তাদের বিদেশে পাচার করা সম্পদের তদন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) করবে।

আজ মঙ্গলবার দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, 'দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। দুদক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্ত করবে।'

গত বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিদেশে পাচার করা অর্থের ওপর কর পরিশোধ করে তা বৈধ দেখানোর প্রস্তাব করেন।

এ বিষয়ে দুদকের অবস্থান জানতে চাইলে দুদক সচিব এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'ওই প্রস্তাবের কোনো গেজেট এখনো পাইনি। এটা পেলেই কমিশন সিদ্ধান্ত নেবে।'

Comments

The Daily Star  | English

Students block Mirpur Road demanding merit-based admissions

Students of Mohammadpur Residential School and College took to the street, causing gridlock on both sides of the road

1h ago