এসকে সিনহার বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবেদন জমার তারিখ ১১ বার পেছাল

এসকে সিনহার বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবেদন জমার তারিখ ১১ বার পেছাল
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছবি: সংগৃহীত

দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান দুদককে আগামী ২২ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

আদালত সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন জমা দিতে দুদক এ নিয়ে ১১ বার সময় নিলো।

অর্থপাচার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করলেন।

এর আগে গত বছরের ২৬ অক্টোবর একই আদালত এসকে সিনহার ও তার ভাই অনন্ত কুমার সিনহার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট এবং যুক্তরাষ্ট্রে অনন্তর নামে থাকা একটি তিনতলা বাড়ি জব্দ করতে দুদককে নির্দেশ দেন।

২০২২ সালের ৩১ মার্চ তাদের বিরুদ্ধে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে দুদক।

মামলার নথিতে বলা হয়েছে, সিনহা তার ভাইয়ের জন্য ২০১৮ সালের ১২ জুন দুই লাখ ৮০ হাজার ডলারে বাড়িটি কিনেছিলেন। ওই বাড়ির জন্য পরিশোধিত অর্থের কোনো বৈধ উৎস দুদক চিহ্নিত করতে না পারায় ওই অর্থ অবৈধভাবে অর্জিত বা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া অবৈধভাবে সাত কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

চার কোটি টাকা পাচারের মামলায় ২০২১ সালের ৯ নভেম্বর এসকে সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেন আদালত।

Comments

The Daily Star  | English

Fakhrul welcomes election timeline set by interim govt

This meeting has truly become a turning point, says the BNP spokesperson

31m ago