কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পেছনের রাস্তায় নারীকে হত্যা করে পুলিশ সদস্যের আত্মহত্যা

ছবি: এএনআই

কলকাতার ব্যস্ততম পার্ক সার্কাস এলাকায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পেছনের রাস্তায় এক পুলিশ সদস্য কয়েক রাউন্ড গুলি ছুড়ে এক নারীকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এতে ডেপুটি হাইকমিশনের কারও কোনো যোগসূত্র নেই। 

ওই পুলিশ সদস্যের গলায় গভীর ক্ষত ছিল উল্লেখ করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় আরও কয়েকজনের গুলি লেগেছে।

তারা আরও জানিয়েছেন, ওই নারী একটি মোটরসাইকেলের পেছনে চড়ে যাচ্ছিলেন। পুলিশ সদস্যের ছোড়া গুলি তার গায়ে লাগলে নিচে পড়ে যান। এরপর ওই পুলিশ সদস্য নিজের মাথায় গুলি করেন। 

এখন পর্যন্ত ওই নারী ও পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

'মাত্র ৫ মিনিটের মধ্যে এসব ঘটনা ঘটে গেল' উল্লেখ করে কাঁপতে কাঁপতে বলেন প্রত্যক্ষদর্শী বাবলু শেখ।

এ ঘটনার পর ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কী কারণে ওই পুলিশ সদস্য গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Comments

The Daily Star  | English

Govt holds all-party meeting on July uprising proclamation

Representatives of BNP, Jamaat, Nagorik Committee, Students Against Discrimination and various political parties in attendance

1h ago