যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওয়ালমার্ট সুপারশপে বন্দুক হামলা, নিহত ৬

বন্দুক হামলার সংবাদ পেয়ে ভার্জিনিয়া পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ছবি: এপি
বন্দুক হামলার সংবাদ পেয়ে ভার্জিনিয়া পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি ওয়ালমার্ট সুপারশপে গতকাল মঙ্গলবার রাতে  এক বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জন নিহত ও বেশ কয়েকজনকে আহত হয়েছেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ বুধবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

চেসাপিক শহরের স্যাম'স সার্কেল এলাকার ওয়ালমার্টে বন্দুক হামলার সংবাদ পেয়ে স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটের দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। চেসাপিক পুলিশের মুখপাত্র লিও কসিনস্কি গণমাধ্যম ব্রিফিংয়ে জানান, পুলিশ ঘটনাস্থলে বন্দুক হামলার প্রমাণ পেয়েছে।

কোসিনস্কি আরও জানান, বন্দুকধারীকেও দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্দুকধারী ওই দোকানেরই একজন কর্মচারী কি না কিংবা তিনি আত্মহত্যা করেছেন কি না, তা এখনো জানা যায়নি। বন্দুকধারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

কসিনস্কি মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারেননি। তবে, দুপুরের দিকে তিনি ১০ জনের কম মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছিলন। 

নরফোক জেনারেল হাসপাতালে এই ঘটনায় আহত ৫ ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

৩ দিন আগেই কলোরাডোতে সমকামী নাইটক্লাবে বন্দুক হামলায় ৫ ব্যক্তি নিহত ও ১৭ জন আহত হন।

২০১৯ সালে এল পাসোর ওয়ালমার্টে আরও একবার হামলায় হয়েছিল। সেবারের ঘটনায় ২২ জন নিহত হন।  

 

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

16h ago