যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে এক অস্ত্রধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির বাড়িতে ওয়ারেন্ট নিয়ে যান পুলিশ সদস্যরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন তিনি।
ফ্লয়েডের কাউন্টি শেরিফের কার্যালয় গত শুক্রবার নিহত ২ পুলিশের পরিচয় শনাক্ত করেছে। তারা হচ্ছেন উইলিয়াম পেট্রি ও ক্যাপ্টেন রালপাহ ফ্রেসার।
এ ঘটনায় আহত অপর এক পুলিশ কর্মকর্তা শুক্রবার মারা যান।
আহত অপর ৩ জনের অবস্থা স্থিতিশীল। একজনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এই হামলায় পুলিশের একটি কুকুরও মারা গেছে।
৪৯ বছর বয়সী হামলাকারী ল্যান্স স্টর্জকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে নেওয়া হয়েছে।
ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট গত শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, 'হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। রেসপন্ডিং কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তারা "পুরোপুরি নরকে" পড়েন।'
Comments