৩ জিম্মিকে ‘ভুলবশত’ হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

নিহত তিন জিম্মি। ছবি: হোসটেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম

গাজায় নিজেদের তিন জিম্মিকে 'ভুলবশত' হত্যা করার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার রাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, 'তিন জিম্মিকে হুমকি ভেবে হত্যা করেছে সেনারা।'

'এদের একজন ইয়োতাম হাইম, অপরজন সামের তালালকা। তবে তৃতীয় জনের নাম পরিবারের অনুরোধে এখনই প্রকাশ করা হচ্ছে না', বলেন তিনি।

ড্যানিয়েল হাগারি বলেন, 'এ ঘটনার সম্পূর্ণ দায় নিচ্ছে আইডিএফ এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।'

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে 'অসহনীয় ট্র্যাজেডি' উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, 'ইসরায়েলের সকল জনগণের পাশাপাশি আমি গভীর দুঃখের সঙ্গে মাথা নত করছি যে, আমাদের তিন প্রিয় সন্তান যাদের অপহরণ করা হয়েছিল, তাদের মধ্যে ইয়োতাম হাইম এবং সামের ফুয়াদ আল-তালালকা, তাদের মৃত্যুতে শোক প্রকাশ করছি।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

1h ago