ইসরায়েলকে অবিলম্বে রাফায় সামরিক হামলা বন্ধের আদেশ আইসিজের

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের বাইরে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ। ছবি: রয়টার্স

ইসরায়েলকে অবিলম্বে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সামরিক হামলা বন্ধের করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

গাজায় অব্যাহত হামলা নিয়ে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের শুনানিতে আজ শুক্রবার আদালতের বিচারকরা এ আদেশ দেন।

ইসরায়লের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের তদন্ত পরিচালনাকারীদের গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া, হামলা বন্ধ করে ইসরায়েলকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশও দিয়েছেন আদালত।

আজ শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া আদেশ ও রুলের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

আদেশ পড়ে শোনান আইসিজের প্রেসিডেন্ট নওয়াফ সালাম। তিনি বলেন, গত মার্চ মাসে আদালত গাজার পরিস্থিতি স্বাভাবিক করার আদেশ দিলেও এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক হয়নি এবং নতুন এ জরুরি আদেশ দেওয়া হলো।

তিনি বলেন, 'ইসরায়েল অবিলম্বে সামরিক হামলা বন্ধ করবে। রাফায় যেকোনো আক্রমণ গাজায় ফিলিস্তিনিদের ওপর প্রভাব ফেলবে এবং এটি গাজাবাসীর জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।'

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মিশর ও গাজার মধ্যে রাফা ক্রসিং খুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

এ আদেশ ১৫ বিচারকের প্যানেলে ১৩-২ ভোটে গৃহীত হয়। শুধু উগান্ডা ও ইসরায়েলের বিচারকরা এর বিরোধিতা করেছেন।

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গত ডিসেম্বরে এ মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা।

ইসরায়েল প্রতিবারই গাজায় গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। আদালতে ইসরায়েল যুক্তি দিয়েছে যে, আত্মরক্ষার্থে তারা গাজায় এ হামলা চালাচ্ছে এবং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলাকারী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের লক্ষ্যবস্তু।

 

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago