চট্টগ্রামে আসবাবপত্র মেলা মঙ্গলবার থেকে

স্টার ফাইল ছবি

আগামী মঙ্গলবার থেকে চট্টগ্রাম নগরীতে শুরু হচ্ছে ১৩তম ফার্নিচার মেলা। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত জিইসি কনভেনশনে এই মেলা চলবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মাহাবুবুল আলম এই মেলা উদ্বোধন করবেন।

বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান জানান, ছয় দিনব্যাপী এই মেলায় আসবাবপত্র উৎপাদন, আমদানি ও ব্যবসায় যুক্ত মোট ২৭টি কোম্পানি অংশ নেবে। মেলার মাধ্যমে এই শিল্পে নতুন গতি সঞ্চার হবে বলে আমরা বিশ্বাস করি।

মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক নুরুল আজম খান বলেন, মেলায় ক্রেতারা ছাড়ে আসবাবপত্র কিনতে পারবেন।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

5h ago