রাজনীতি

‘বিরোধীদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রায় ৩ হাজার মামলা, ঢাকায় সহস্রাধিক’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

আগামী নির্বাচনের আগে বিরোধীদের মাঠ থেকে সরাতে সরকার আগের খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, '২০১৮ সালের নির্বাচনে তারা তফশিল ঘোষণার পর থেকে শুরু করেছিল, এবার তারা অনেক আগে থেকেই শুরু করেছে,' বলেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, 'শুধু যে মিথ্যা মামলা করছে তাই না, সেই মিথ্যা মামলাগুলোর চূড়ান্তভাবে রায় দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় থেকে তালিকা প্রণয়ন করে তালিকা অনুযায়ী বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। বিচার বিভাগ ও প্রশাসনসহ গোটা রাষ্ট্রযন্ত্রকে তারা এখন ব্যবহার করতে শুরু করেছে যে, বিরোধী দলের জ্যেষ্ঠ নেতা, নেতাকর্মী এবং যারা এই চলমান আন্দোলনে নেতৃত্বের দায়িত্ব পালন করছেন তাদের কীভাবে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়। যাতে নিরঙ্কুশভাবে একটি সুবিধা নিজেরা নিতে পারে।'

তিনি বলেন, 'বিএনপিসহ বিরোধী মতের দলগুলোর এই সরকারের অধীনে নির্বাচন না করা এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশবাসী যখন ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক সে সময় সরকারের মন্ত্রী এবং শাসকগোষ্ঠীর নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার ও অলীক কথা বলেছেন। অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন যখন দানা বেঁধে উঠছে ঠিক সেই সময় মামলা দিয়ে বিরোধী মতকে স্তব্ধ করতে চাচ্ছে। স্থানীয়  সরকার  নির্বাচনে  আমরা অংশগ্রহণ না করলেও আমাদের নেতাকর্মীদের ওপর মামলা-হামলা অব্যাহত রেখেছে। গাজীপুরের একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। একতরফা বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে  বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, বাড়ি-বাড়ি তল্লাশি অব্যাহত রেখেছে। সিলেটে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার, বাসায় বাসায় তল্লাশি করছে; বিষয়টি সিলেটের বিএনপি নেতাকর্মীরা পুলিশ কমিশনারকে অবহিত করেছেন।'

বিএনপি মহাসচিব জানান, সারা দেশে বিএনপিসহ বিরোধী মতের নেতাকর্মীদের নামে ১ লাখ ১১ হাজার ৫৪৩টির বেশি মামলা দায়ের করা হয়েছে। আসামির সংখ্যায় প্রায় ৩৯ লাখ ৭৮ হাজার ৪৮১ জনের বেশি। এসব মামলার মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে ২ হাজার ৮৩০টির বেশি, যেগুলোর ঢাকাতেই দেড় হাজারের বেশি মামলা করা হয়েছে।

বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের নীল নকশা সফল হবে না মন্তব্য করে ফখরুল বলেন, 'জনগণ ইতোমধ্যে মাঠে নেমেছে, আন্দোলন শুরু করেছে। আন্দোলন চলছে, আরও বেগবান হবে এবং এই সরকার বাধ্য হবে দাবি মেনে নিতে।'

বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় তেমন কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না, আগামীতে কী পরিকল্পনা আছে জানতে চাইলে তিনি বলেন, 'আন্দোলন একটা ওয়েভের মতো। কখনো ওঠে, কখনো নামে। জনগণের পরিপ্রেক্ষিত বুঝেই আমাদের আন্দোলন করতে হয়। রোজার মাসে আমাদের দেশের অধিকাংশ মানুষ রোজা রাখে। ৯০ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। এর আগে ইউনিয়ন পরিষদ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন হয়েছে, পদযাত্রা-সমাবেশ হয়েছে। শরিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।'

Comments