আমরা জনগণের ভোটের অধিকার চাই: মির্জা আব্বাস

মির্জা আব্বাস, বিএনপি, অধ্যাপক মুহাম্মদ ইউনূস, নির্বাচন,
মির্জা আব্বাস। ফাইল ফটো

আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস। সাংবাদিকদের তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই।

এর আগে, আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মির্জা আব্বাস বলেন, 'আর সংস্কার একটা বিষয়। এটা যুগ যুগ ধরে চলবে, এটা নতুন কিছু না। এটা একটা প্যাকেট না যে, একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার হয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার প্রয়োজন হয়। আমরা আশা করছি, এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে এটাই আমাদের কাম্য।'

'আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়,' বলেন তিনি।

বিজয় দিবসে বিএনপির প্রত্যাশা কি জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, 'আজকের মতো এমন জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই কারণ, জনগনের বাধভাঙা উল্লাস। এ দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হয়েছে। এ দেশের মানুষ চায় এক স্বৈরাচারমুক্ত করে আমরা জনগণ যেন আর কোনো স্বৈরাচারের হাতে না পড়ি।'

'এদেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকের মুখ বাকা হয়ে যায়। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিস্কার বলেছেন- আমাদের কতদিন অপেক্ষা করতে হবে এটা একটু আমাদের জানিয়ে দিন।'

তিনি আরও বলেন, 'আমরা অপেক্ষা করতে রাজি আছি। সংস্কার হবে, অপেক্ষা করব। কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না। আজকে দেশের অর্থনীতির অবস্থা খারাপ, আজকে দ্রব্যমূল্যের উর্ধবগতিতে নাভিশ্বাস উঠেছে মানুষের। মানুষ আজকে বাঁচার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের তাড়না রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। আমরা চাই, এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক।'

মির্জা আব্বাস বলেন, 'একজন উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন, আমি তার জবাব দিতে চাই না। তিনি বলেছেন ৫৩ বছর রাজনৈতিক নেতারা কী করেছেন? আমি বলতে চাই, আপনি রাজনীতি করেননি। রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে একটু দয়া করে সম্মান নিয়ে কথা বলবেন। একজন রাজনীতিক একদিনে তৈরি হয়ে যায়নি।'

'দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা এখানে যারা দাঁড়িয়ে আছেন- এরা একদিনে তৈরি হয়নি। রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলেন, তাদের কথাগুলো বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করি। ক্ষমতা যাওয়ার কথা আমরা কখনো বলি না, আজো বলিনি, কখনো বলব না। আমরা চাই, জনগণের ভোটের অধিকার, আমরা চাই, জনগণের শাসন।'

Comments

The Daily Star  | English

4 killed in clash over control of Ijtema ground

The clash erupted between the followers of Zobayer and Saad around 3:00am, the Tongi West Police Station's OC said

7h ago