মিথ্যা মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি, তারেক রহমান,
হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকরা তার কাছে জানতে চান তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন, জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আপনাদের (দেশবাসীকে) ধৈর্য ধরতে বলেছেন। ছাত্র-জনতার আন্দোলনে বিশাল বিজয় এসেছে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।'

লন্ডন অবস্থানকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি তিনি দলের কয়েকটি স্থানীয় কর্মসূচিতে অংশ নেন।

বিএনপি মহাসচিব বলেন, 'আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি।'

লন্ডন সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে বলেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, 'অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা আশা করি, ন্যূনতম যেসব সংস্কার জরুরি সেগুলো শেষ করে তারা নির্বাচনের পথে যাবেন।'

Comments

The Daily Star  | English

What are the factors leading to labour migration from Bangladesh?

A father of one, Fahimuzzaman said that his income in Bangladesh did not allow him to build any savings

1h ago