‘ফরমায়েশি’ মামলা প্রত্যাহারে পুলিশকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম বিএনপির

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন রংপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফসার আলী। ছবি: সংগৃহীত

নেতা-কর্মীদের নামে পুলিশের করা 'উদ্দেশ্যপ্রণোদিত ও ফরমায়েশি' মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে রংপুর জেলা বিএনপি।

আজ শনিবার দুপুরে রংপুর শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে রংপুর অচল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফসার আলী লিখিত বক্তব্যে বলেন, 'কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত মঙ্গলবার রংপুর জেলা বিএনপির নেতা-কর্মীরা পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনের জন্য শহরের শাপলা চত্বর এলাকায় জড়ো হন। বিকেল ৪টার দিকে সেখান থেকে একটি শান্তিপূর্ণ মিছিল গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের দিকে রওনা হয়। পথে শ্যালো মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়।'

আফসার আলীর ভাষ্য, বিএনপি নেতারা এ সময় পুলিশকে এই কথা বলে আশ্বস্ত করেন যে, তারা দলীয় কার্যালয়ে গিয়ে কর্মসূচি সমাপ্ত করবেন। কিন্তু সে অনুরোধে কান না দিয়ে পুলিশ নেতা-কর্মীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করতে শুরু করে। এ অবস্থায় নেতা-কর্মীরা ভীত হয়ে পড়েন। তারা দলীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় নিরাপদ আশ্রয়ে চলে যান।

এমন পরিস্থিতিতে পুলিশ দলীয় কার্যালয়ে গিয়ে সেখানে আশ্রয় নেওয়া নেতা-কর্মীদের ওপর আবার চড়াও হয় জানিয়ে আফসার আলী বলেন, 'পুলিশের মারধরে আনিছুল মন্ডল ও রাশেদুল ইসলাম নামের ২ জনের মাথা ফেটে যায়। আহত হন আরও অনেকে।'

জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরও বলেন, 'ঘটনার দিন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম তার এক নিকটাত্মীয়ের হার্টের অপারেশন ও ব্যাবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছিলেন। তারপরেও পুলিশ তিনিসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।'

আফসার আলীর বক্তব্য, শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাঠিচার্জসহ মারধর করাটা সন্দেহজনক। পুলিশের দাবি অনুসারে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপের বিষয়টি মনগড়া কাহিনী। পুলিশের দায়ের করা মামলার ধারার সঙ্গে ঘটনার বর্ণনা সাংঘর্ষিক। কাজেই মামলাটি বানোয়াট ও ফরমায়েশি।

এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলাটি প্রত্যাহার করা না হলে আগামী মঙ্গলবার থেকে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় 'গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে' পুরো রংপুর 'অচল করে দেওয়ার' হুমকি দেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments