মুন্সিগঞ্জ বিএনপির সদস্য সচিবসহ ১০ নেতা-কর্মীর ২ দিনের রিমান্ড
মুন্সিগঞ্জের মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ বিএনপির ১০ নেতা-কর্মীর ২ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার মুন্সিগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। দুপুর ১২টার দিকে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুন্সিগঞ্জ আদালত পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।'
গত ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের মুক্তারপুরের পুরানো ফেরিঘাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। সংঘর্ষের পরেরদিন গুরুতর আহত যুবদল কর্মী শাওন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১৪ শতাধিক বিএনপি নেতা-কর্মীকে আসামি করে ২দুটি মামলা করা হয়।
Comments