মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ মামলায় নিহত শাওন ৩ নম্বর আসামি

শাওন
শহীদুল ইসলাম শাওন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের মুক্তারপুরে গত বুধবার বিকেলে বিএনপি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়। ওই সংঘর্ষে নিহত যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওনকে (২৭) একটি মামলার ৩ নম্বর আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য আব্দুল মালেকের করা মামলায় শাওনসহ ৫২ জনের নাম উল্লেখ এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

অপর মামলার বাদী সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাঈনউদ্দিন। 

মামলার তদন্ত কর্মকর্তা মুন্সিগঞ্জ থানার উপপরিদর্শক আবুল বাসার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মামলায় এ পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে। এর চেয়ে বেশি এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে মামলার নিরপেক্ষ তদন্ত করা হবে।'

নিহত শাওনকে কেন মামলার আসামি করা হয়েছে, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মামলার বাদী আব্দুল মালেককে ফোন করে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'মুক্তারপুরে আমাদের অফিস ভাঙচুর ও আমাদের ছেলেদের মারধর করায় তাদের বিরুদ্ধে মামলা করেছি।' 

মামলায় কাদের আসামি করা হয়েছে, জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

তিনি বলেন, 'আমার কাছে তালিকা আছে। আপনি আমার সঙ্গে এসে দেখা করেন। ফোনে বলা যাবে না।'

গত বুধবার বিকেলের ওই সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসিসহ ২৫-৩০ জন এবং বিএনপির ১০-১৫ জন নেতাকর্মী আহত হন।

সংঘর্ষে আহত জাহাঙ্গীর হোসেন (৪০), তারেক (২০) ও শাওনকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এরপর ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে শাওন মারা যান।

Comments

The Daily Star  | English

Four killed in Faridpur as train hits microbus on level crossing

The accident occurred around 12:30pm at Munshibazar area in Faridpur Sadar

19m ago