ঢাকায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টার ফাইল ফটো

রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে আজ রাতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। 

এর মধ্যে রমনায় এক প্লাটুন, মতিঝিলে দুই প্লাটুন ও পল্টনে দুই প্লাটুন বিজিবি থাকবে।

এছাড়া সচিবালয়ে দুই প্লাটুন ও প্রধান বিচারপতির বাসভবনে চার প্লাটুন বিজিবি সারারাত ডিউটিতে থাকবে।

যোগাযোগ করা হলে বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষায় আগামীকালও বিজিবি মোতায়েন করা হবে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ডিউটিতে থাকব।'

'আমরা ডিএমপির কাছে জানতে চেয়েছি এবং সে অনুযায়ী কত প্লাটুন বিজিবি আগামীকাল ডিউটিতে থাকবে তা চূড়ান্ত করে বলতে পারব,' যোগ করেন তিনি।

এর আগে আজ দুপুরে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

 

Comments

The Daily Star  | English

How will cops file 'video cases' for over-speeding?

Police will file cases matching the number plates of the vehicles with BRTA database

2h ago