মুন্সিগঞ্জে ট্রলারডুবি: আরও ১ শিশুর মরদেহ উদ্ধার

উদ্ধার মরদেহ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় তোরন (৭) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

আজ সোমবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে টঙ্গিবাড়ী উপজেলার সুবচনী বাজার সংলগ্ন এলাকায় পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় তোরনের মরদেহ উদ্ধার করা হয়।

শিশু তোরন সিরাজদিখান উপজেলার কয়ড়াখোড়া এলাকার মো. আরিফের সন্তান।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে মুন্সিগঞ্জ লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন বলেন, 'দুর্ঘটনার ২ দিন অতিবাহিত হওয়ায় এখন পানির উপরে মরদেহ ভেসে উঠতে পারে। সেজন্য নিখোঁজের সন্ধানে টহল অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টিম।'

গত শনিবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকের ট্রলারটি।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago