সিলেট থেকে দূরপাল্লার বাস বন্ধে যাত্রীদের ভোগান্তি

সিলেট ধর্মঘট
শুক্রবার সকাল থেকে দূরপাল্লার কোনো বাস সিলেট ছেড়ে যায়নি। ছবি: শেখ নাসির/স্টার

আগামীকাল শনিবার সিলেটে অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশ ঘিরে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরিবহন ধর্মঘট চলছে। আগামীকাল সিলেটে পরিবহন ধর্মঘটের কথা থাকলেও আজ শুক্রবার সকাল থেকে দূরপাল্লার কোনো বাস সিলেট ছেড়ে যায়নি।

দূরপাল্লার বাসের এই অঘোষিত পরিবহন ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকা, হুমায়ুন রশিদ চত্বর ও দরগাহ গেট এলাকায় গিয়ে দেখা গেছে, দূরপাল্লার বাসের কাউন্টারগুলো বন্ধ।

এসব কাউন্টার ও বাসের পরিবহন সংশ্লিষ্ট কয়েকজন কর্মচারী জানান, আজ সকালেও সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

মালয়েশিয়াগামী বাংলাদেশি যাত্রী অশোক রঞ্জন দেব দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ৩ দিন আগে ফ্লাইটের টিকিট কিনেছি। তাই শনিবারের পরিবহন ধর্মঘটের কথা ভেবে আজই ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছি। কিন্তু, এখন দেখছি সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসই আজ ছাড়বে না।'

অশোকের মতো আরও অনেক যাত্রীই পরিবহন ধর্মঘটের কথা ভেবে আজ গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

অন্যদিকে, টার্মিনালে আন্তঃজেলা বাসের সংখ্যাও তুলনামূলক কম। জেলার অন্যান্য উপজেলা থেকে মাত্র কয়েকটি বাস সিলেটে এসেছে।

এ বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির ডেইলি স্টারকে বলেন, 'হবিগঞ্জ ও মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট কার্যকর থাকায় দূরপাল্লার কোনো বাস ঢাকা বা অন্য গন্তব্যে যাচ্ছে না। কারণ ওইসব পথ দিয়েই বাস যাতায়াত করে থাকে।'

Comments

The Daily Star  | English

ACC to investigate irregularities in 11th National Election

A five-member team has been formed to investigate these allegations

38m ago