সিলেটে বিএনপির সমাবেশের আগে মৌলভীবাজারে ধরপাকড়

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মো রুবেল মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের গণসংযোগের সময় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল আহমেদসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। 

রোববার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক বাকিরা হলেন-পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. জাকির হোসেন (৩৯), ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল চৌধুরী (২৫), ছাত্রদল কর্মী সাব্বির আহমদ (২৩) ও শাকিল মিয়া (১৮)। 

তবে জেলার বিএনপির নেতারা বলছেন, ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে বাধা তৈরির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরপাকড় শুরু করেছে। 

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সিলেট বিভাগীয় সমাবেশের জন্য গণসংযোগ করছিলাম। শহরের চৌমুহনা এলাকায় লিফলেট বিতরণ করার সময় পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় ছাত্রদলের সভাপতিসহ ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।'

জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ডেইলি স্টারকে বলেন, '১৯ তারিখের গণসমাবেশ ঠেকাতে পুলিশ সাধারণ মানুষে ও দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে গ্রেপ্তার ও দমন-পীড়ন চালাচ্ছে।'

তিনি বলেন, 'দেশের অন্যান্য এলাকার ন্যায় সিলেটেও ধরপাকড় শুরু হয়েছে। কোনো ষড়যন্ত্রই ১৯ নভেম্বরের গণসমাবেশকে আটকাতে পারবে না।'

শিগগির গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

ওসি ইয়াসিনুল হক বলেন, 'শহরের চৌমুহনা এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। আমরা মাঠে আছি। আমাদের অভিযান অব্যাহত আছে।' 

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

26m ago