সিলেটে বিএনপির সমাবেশের আগেরদিনই মাঠে হাজারো নেতা-কর্মী

আগামীকাল শনিবার সিলেটের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে ইতোমধ্যে হাজারো নেতা-কর্মী মাঠে অবস্থান করছেন।
ইতোমধ্যে বিএনপির হাজারো নেতা-কর্মী সমাবেশস্থলে চলে এসেছেন। ছবি: শেখ নাসির/স্টার

আগামীকাল শনিবার সিলেটের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে ইতোমধ্যে হাজারো নেতা-কর্মী মাঠে অবস্থান করছেন।

আজ শুক্রবার সরেজমিনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

সমাবেশের আগে মাঠে আসা নেতা-কর্মীদের জন্য মাঠের চারপাশে ২০টি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

মাঠের পাশে করা ক্যাম্পে নেতা-কর্মীরা বিশ্রাম নিচ্ছেন। ছবি: শেখ নাসির/স্টার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশের আগে হবিগঞ্জে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও তাদের ওপর হামলা শুরু হয়। হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কায় আমরা গতকাল রাতেই মাঠে এসে পড়েছি।'

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিএনপিকর্মী মাহমুদুল হাসান বলেন, 'পুলিশ ও ছাত্রলীগের লোকজন আমাদের বাধা দিচ্ছিল। সেই কারণে আমাদের ইউনিয়নের প্রায় ২৫০ জন নেতা-কর্মী সমাবেশের আগেই আসার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক আমরা চলে এসেছি।'

আজ সরেজমিনে দেখা যায়, মাঠের পাশে ক্যাম্পের সামনে দুপুরের খাবার রান্নার হচ্ছে। সেখানেই নেতা-কর্মীরা অবস্থান করছেন।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬ হাজার নেতা-কর্মীর জন্য 'আখনি' রান্না করছিলেন ইদ্রিস আলী।

মাঠের পাশে করা ক্যাম্পে নেতা-কর্মীদের জন্য রান্না হচ্ছে। ছবি: দ্বোহা চৌধুরী/স্টার

তিনি বলেন, 'বিএনপির নেতা-কর্মীদের জন্য খাবার রান্না করতে আমাকে ভাড়া করা হয়েছে। আমি আরও নেতা-কর্মীর জন্য রাতের খাবারও রান্না করব।'

সিলেট বিএনপি জানায়, আগামীকালের সমাবেশে ৪ লাখেরও বেশি নেতা-কর্মীর সমাগম হবে বলে তারা আশা করছে।

Comments