বিএনপির সমাবেশস্থলের ২ পাশে ৪ কিলোমিটার সড়কে নেতা-কর্মীদের অবস্থান

ফরিদপুরে বিএনপির সমাবেশস্থলসহ ২ পাশের ৪ কিলোমিটার সড়কজুড়ে প্রায় লক্ষাধিক নেতা-কর্মী অবস্থান করছেন।
সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীরা। ছবি: স্টার

ফরিদপুরে বিএনপির সমাবেশস্থলসহ ২ পাশের ৪ কিলোমিটার সড়কজুড়ে প্রায় লক্ষাধিক নেতা-কর্মী অবস্থান করছেন।

আজ শনিবার দুপুর ২টায় শহরের কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির গণসমাবেশ শুরু হবে।

সরেজমিনে দেখা গেছে, আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টা থেকেই স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখতে শুরু করেছেন। তারা শহরে র‌্যালিও করেছেন। সমাবেশস্থলসহ এর আশেপাশে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা স্লোগান দিয়ে মুখরিত করে তুলেছেন সমাবেশস্থল। নেতা-কর্মীরা বিভিন্ন রংয়ের টি-শার্ট পরেছেন। ইতোমধ্যে সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে গেছে। শুধু সমাবেশস্থলেই প্রায় ৭০ হাজার নেতা-কর্মী অবস্থান করছেন। সমাবেশস্থলের ২ পাশের সড়ক দিয়ে এখনো নেতা-কর্মীরা আসছেন।

বিএনপির নেতা-কর্মীরা। ছবি: স্টার

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইতোমধ্যে আমাদের নেতা-কর্মীরা চলে এসেছেন। সমাবেশস্থলসহ ২ পাশের ৪ কিলোমিটার সড়কজুড়ে তারা অবস্থান নিয়েছেন। অন্যন্যাবারের মতো এবারও আমরা সফল সমাবেশ করব।'

ফরিদপুর সদক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ডেইলি স্টারকে বলেন, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাবেশস্থল ও এর আশেপাশে পুলিশের ৮০০ সদস্য আছেন। শহরে যাতে কোনো ধরনের হামলার ঘটনা না ঘটে, সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি।'

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

3h ago