নগরকান্দায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৬

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

এতে পুলিশ সদস্যসহ  অন্তত ১৬ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় দুটি দোকান ও একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার রাতে ও আজ সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়।

পরে নগরকান্দা থানার পুলিশ দুই পক্ষের মাঝামাঝিতে অবস্থান নেয়। এ সময় সংঘর্ষকারীদের ইটের আঘাতে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীসহ চার পুলিশ সদস্য আহত হন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সলিথা ও মীরাকান্দা এলাকার বাসিন্দাদের মধ্যে বিভিন্ন কারণে আগে থেকেই বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে সলিথা মাদরাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ওয়াজ শুনতে মীরাকান্দা এলাকার লোকজন যায়। এসময় মীরাকান্দার এক তরুণকে মারধর করে সলিথার কয়েক তরুণ। এ নিয়ে রাতেই দুই এলাকার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জের ধরে শনিবার সকাল ৯টা থেকে সেতু এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইট ছোড়া এবং ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন  বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ও শনিবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ওসি সহ চার পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিয়েছে।

আহতদের মধ্যে দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৮ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Incorporate ‘July Declaration’ into constitution by Aug 5

Demands Nahid at Sherpur rally, warns of mass rally in Dhaka

1h ago