১৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত: ২৫ ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি কাল

সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ'।

আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করবেন।

সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, 'সম্প্রতি ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।'

'বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন' বলেও অভিযোগ করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

প্রসঙ্গত, দেশে বর্তমানে ২৬ ধরনের ক্যাডার কর্মকর্তা সরকারি চাকরিতে নিয়োগ পান। এর মধ্যে প্রশাসন ক্যাডার সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করে বলে অভিযোগ অন্য ক্যাডারের কর্মকর্তাদের। তাই সব ক্যাডারের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অনেক আগে থেকে দাবি জানিয়ে আসছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

এবার জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশকে কেন্দ্র করে প্রশাসন ক্যাডার এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ পেয়েছে। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে ২৫ ক্যাডারের এক ডজনেরও বেশি কর্মকর্তা সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English
NBR speeds up auction process of abandoned goods

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

3h ago