স্নাতকে সিজিপিএ ৩.৩০ পেয়েছেন আবু সাঈদ

পুলিশের ছোড়া গুলির সামনে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের রাবার বুলেটে নিহত হন সাঈদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ স্নাতক চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ ৩.৩০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, বিভাগের ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে সম্মিলিত মেধা তালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন আবু সাঈদ।

উপাচার্য বলেন, 'আমাদের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই, কিন্তু তার চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদ মেধা তালিকায় ১৪তম স্থান অর্জন করেছেন। এটি আমাদের জন্য আনন্দের হলেও, তার অনুপস্থিতি আমাদের জন্য গভীর শোকের।'

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস হোসেন এবং অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফিরোজুল ইসলাম।

যোগাযোগ করা হলে আবু সাঈদের ভাই রমজান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সবসময়ই আশা করেছি যে আবু সাঈদ অনার্সে ভালো ফলাফল করবে। সে ভালো ফলাফল করেছে। আমাদের পরিবারের জন্য এটা সবচেয়ে আনন্দের মুহূর্ত।'

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

42m ago