ঢাকা সিএমএইচে ভর্তি শহীদ আবু সাঈদের বাবা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাতে রংপুর থেকে তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী দ্য ডেইল স্টারকে জানান, গত ৭ ডিসেম্বর বাবা জ্বর এবং পেটের ব্যথা নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়।
তার শারীরিক অবস্থার আরও উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে আর্মি অ্যাম্বুলেন্সে রংপুর বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে আনা হয়।
রমজান আলী বলেন, 'আমার বাবার শারীরিক অবস্থার উন্নতির জন্য আমরা চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ। তিনি বর্তমানে সিএমএইচে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। দেশবাসীর কাছে আমরা বাবার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।'
আবু সাঈদ ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন। তার মৃত্যুর পর সারা দেশে শোকের ছায়া নেমে আসে। পরিবার জানায়, আবু সাঈদ ছিলেন পরিবারের একমাত্র উচ্চশিক্ষিত সদস্য, যিনি পড়ালেখা শেষে পরিবারকে সহায়তার করার স্বপ্ন দেখতেন।
Comments