বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ: সাভারে ৩টি কারখানা বন্ধ ঘোষণা
সাভারে বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের জেরে ডার্ড গ্রুপের ৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা ৩টি হলো, ডার্ড গার্মেন্টস লিমিটেড, দীপ্ত গার্মেন্টস লিমিটেড ও ডার্ড ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড।
আজ রোববার সকালে গ্রুপের এজিএম (এইচআর অ্যান্ড কম্পলায়েন্স) একেএম জসিম উদ্দিনের সই করা এক নোটিশে এই বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ডার্ড গ্রুপের ৩টি কারখানা—ডার্ড গার্মেন্টস লিমিটেড, দীপ্ত গার্মেন্টস লিমিটেড, ডার্ড ওয়াসিং প্লান্ট লিমিটেডের সব কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১২(১) অনুযায়ী ২৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
কারখানা খোলার তারিখ পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে।
এদিকে সকালে কারখানায় কাজ করতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে দীপ্ত গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা একই গ্রুপের অন্য প্রতিষ্ঠান দীপ্ত এপারেলস লিমিটেডের সামনে গিয়ে হৈচৈ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
শিল্প পুলিশ-১ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) মামুন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরিস্থিতি আপাতত শান্ত আছে। কারখানা বন্ধের বিষয়টি আমরাও জানতাম না। শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।'
ডার্ড গ্রুপের এজিএম (এইচআর এন্ড কম্পলায়েন্স) কেএম জসিম উদ্দিন বলেন, 'মূলত গতকালকে কারখানায় শ্রমিকরা ঝামেলা করেছিল। আমরা ইনসিকিউরড ফিল করছি। এ কারণে আপাতত আজ কারখানা ৩টি বন্ধ ঘোষণা করা হয়েছে।'
আজ শ্রমিকদের বোনাস পরিশোধের কথা রয়েছে বলেও জানান তিনি।
Comments