গাজীপুর, সাভার ও আশুলিয়ায় ২৪৭ কারখানা ছুটি ঘোষণা 

পোশাকশ্রমিকদের বিক্ষোভ
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে আজ বুধবার সকালে অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: আকলাকুর রহমান/ স্টার

টানা আন্দোলন ও কারখানা শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় ২৪৭ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

আজ বুধবার বিকেলে বিজিএমইএর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খালেদ মনসুর দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।

গত কয়েকদিন ধরে পোশাক কারখানায় শ্রমিক নিয়োগে নারী-পুরুষ বৈষম্য নিরসনের দাবিতে চাকরিবঞ্চিত বেকার যুবকদের গাজীপুরা, ভোগড়া বাসট্যান্ড এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করতে দেখা গেছে। এতে গাজীপুরের বিভিন্ন কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। 

বিজিএমইএর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খালেদ মনসুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'বহিরাগতদের ডিস্টার্বের কারণে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় অনেকগুলো কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।' 

তিনি আরও বলেন, 'গাজীপুর, সাভার ও আশুলিয়ায় মোট ২৪৭ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের কারখানা ৫৫টি।'

জানতে চাইলে গাজীপুরের শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আজ শুধু টঙ্গীতে তিনটি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলমকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English
Protests disrupt city life in Dhaka

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago