সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: পলাশ খান/স্টার

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে প্রায় ৫০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিল শুরু করে। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তাদের 'শামসের নিঃশর্ত মুক্তি চাই' 'ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য গাঙ্গুলি বলেন, একজন নাগরিক সাংবাদিকের কাছে মাছ ও মাংসের দাবি জানিয়েছিলেন। সাংবাদিক যখন সেই বিষয়ে সংবাদ প্রকাশ করলেন, তখন তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হলো। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।'

তিনি বলেন, 'অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে আটক বা গ্রেপ্তারকৃত সকলের মুক্তি, তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং এই আইন বাতিলের দাবি জানাচ্ছি।'

প্রায় ৩০ মিনিট পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এসময় তারা আগামী রোববারের মধ্যে শামসুজ্জামান শামসকে মুক্তি দেওয়ার দাবি জানান।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তী তাপোশী বলেন, 'আগামী রোববারের মধ্যে শামসুজ্জামান শামসকে মুক্তি না দিলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

বিক্ষোভের আগে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য অবস্থান নেয়।

Comments

The Daily Star  | English

Fakhrul welcomes election timeline set by interim govt

This meeting has truly become a turning point, says the BNP spokesperson

36m ago