মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়াদিল্লিতে দেখা করতে না পারার বিষয়ে হতাশা প্রকাশ করেছেন।

আজ সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের বাসভবনে আয়োজিত রিসেপশন ডিনারে যোগ দিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। তিনি আমার বোনের মতো। আমি এবার দিল্লিতে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে না। কী করা যেতে পারে?'

দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা জানান, চলতি বছরের জুলাইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিলেন শেখ হাসিনা। সেই চিঠিতে সেপ্টেম্বরে দিল্লি সফরের সময় মমতার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

No scope to verify authenticity when cases are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

1h ago