তীব্র দাবদাহ

পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান ৬ দিনের জন্য বন্ধ ঘোষণা

ভারতের একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনছে। প্রতিকী ছবি: এশিয়া নিউজ নেটওয়ার্ক
ভারতের একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনছে। প্রতিকী ছবি: এশিয়া নিউজ নেটওয়ার্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।

তিনি জানান, গত কয়েক দিন প্রচণ্ড গরমের কারণে শিক্ষার্থীরা বাসায় ফিরে মাথা ব্যথা ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে।

গতকাল রোববার ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মমতা বলেন, 'ভয়াবহ দাবদাহ পরিস্থিতির আলোকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।'

এক বাংলা সংবাদ চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বলেন, 'বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আমি এ সময় তাদের কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।'

তিনি জানান, এ বিষয়ে শিগগির আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

'আমি সবাইকে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যের সরাসরি সংস্পর্শে না আসার অনুরোধ করছি,' যোগ করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা।

এর আগে পশ্চিমবঙ্গ সরকার প্রচণ্ড গরমের কারণে পাহাড়ি এলাকা ছাড়া অন্যান্য জায়গার সরকারি ও সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ৩ সপ্তাহ এগিয়ে ২ মে থেকে শুরুর প্রস্তাব দিয়েছিল।

প্রায় প্রতিদিনই রাজ্যের বেশিরভাগ অংশে দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রির চেয়েও বেশি থাকছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দাবদাহ পরিস্থিতি ১৯ এপ্রিল পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

 

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

7h ago