ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে জয়ী সাত্তার

আব্দুস সাত্তার ভূঁইয়া
আব্দুস সাত্তার ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি ছেড়ে আসা স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া।

মোট ১৩২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী দেয়নি।

স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ গত ৫ দিন ধরে নিখোঁজ আছেন। মোটর গাড়ি প্রতীকে ৩ হাজার ২৬৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন তিনি।

জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীকে ১ হাজার ৮১৮ ভোট পেয়েছেন।

অপরদিকে, নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো দুই বারের নির্বাচিত মহাজোটের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা আপেল প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট।

গত ডিসেম্বরে আব্দুস সাত্তারসহ বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করলে এই আসনসহ ঠাকুরগাঁও-৩, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং বগুড়া-৪ ও ৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

এসব আসনে আজ বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

46m ago