বিএনপির দলছুট সাত্তারের সঙ্গে একই মঞ্চে আ. লীগ নেতারা

আব্দুস সাত্তার ভূঁইয়া, বিএনপি, আওয়ামী লীগ,
কর্মীসভার মঞ্চে আব্দুস সাত্তার ভূঁইয়ার হাত উঁচুয়ে ভাট চান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। ছবি: সংগৃহীত

স্থানীয় আওয়ামী লীগের পর এবার বিএনপির দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতা। এসময় ওই কর্মীসভার মঞ্চে আব্দুস সাত্তার ভূঁইয়াসহ আওয়ামী লীগের ওই কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার বিকেলে সরাইল সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে 'আব্দুস সাত্তার সমর্থক গোষ্ঠী' ব্যানারে ওই কর্মীসভার আয়োজন করা হয়। সভা শুরুর আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে অডিটোরিয়ামে আনেন।

কর্মীসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন বলেন, 'বর্ষীয়ান উকিল আব্দুস সাত্তার একজন সৎ রাজনীতিবিদ। বিএনপিতে থাকার সময় দল থেকে সম্মান পাননি বলেই তিনি বিএনপিকে প্রত্যাখ্যান করেছেন এবং সৎ সাহস নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এজন্য আওয়ামী লীগ এই প্রবীণ রাজনীতিবিদকে সমর্থন জানিয়েছে।'

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।

কর্মীসভায় আব্দুস সাত্তার ভূঁইয়ার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।

সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল হোসেন ওই কর্মীসভায় সভাপতিত্ব করেন।

Comments

The Daily Star  | English

Parties agree on 10yr PM term limit, independent police commission

Consensus disclosed by Commission Vice-Chairman Ali Riaz on 19th day of political dialogues at Foreign Service Academy

45m ago