আইনমন্ত্রী মাইক্রোফোন ধরলেন, সাত্তার বললেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’

ব্রাহ্মণবাড়িয়ায় এক সুধী সমাবেশে সম্প্রতি উপনির্বাচনে জয়ী বিএনপির দলত্যাগী নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বক্তব্য দেওয়ার সময় মাইক্রোফোন ধরে আছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় রোববার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্যের সঙ্গে একই মঞ্চে ছিলেন সম্প্রতি উপনির্বাচনে জয়ী বিএনপির দলত্যাগী নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। 

অনুষ্ঠানে দুই মিনিটের কম সময় বক্তব্য রাখেন সাত্তার ভূঁইয়া। তবে বক্তব্য দেওয়ার সময় তার মাইক্রোফোন ধরে রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক। 

আইনমন্ত্রীসহ আওয়ামী লীগের তিন সংসদ সদস্যের সামনেই বক্তব্যের শেষে 'বাংলাদেশ জিন্দাবাদ' বলে ওঠেন স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া। 

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সংলগ্ন সদর হাসপাতাল ডরমেটরি মাঠে আয়োজিত সুধী সমাবেশে এ ঘটনা ঘটে। 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার সময় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া প্রথমে মাইক্রোফোন নিজ হাতে নেন। 

বক্তব্যের শুরুতেই তিনি আইনমন্ত্রী আনিসুল হককে 'প্রতিমন্ত্রী' হিসেবে সম্বোধন করেন। একপর্যায়ে শরীর কাঁপতে থাকায় তার ডান পাশে বসা আইনমন্ত্রী আনিসুল হক হাত বাড়িয়ে তার মাইক্রোফোন ধরে রাখেন। 

পৌনে দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য দেন। 'বাংলাদেশ জিন্দাবাদ' বলে তিনি বক্তব্য শেষ করেন। 

প্রধান অতিথি আনিসুল হক তার বক্তব্যে উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী বলেন, 'সাত্তার সাহেব বয়োবৃদ্ধ। কিন্তু জীবনের শেষ দিকে এসে বুঝতে পেরেছেন, বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগ দিয়েই হয়। সে জন্যই তিনি বিএনপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।' 

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

1h ago