সাঁওতাল নারীকে মারধর: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, বিএনপি থেকে বহিষ্কার

অভিযুক্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীকে মারধর এবং বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামকে উপজেলা বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের সই করা নোটিশে তাকে বহিষ্কার করা হয়। 

এ বিষয়ে মাহমুদুন নবী টিটুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য রফিকুলকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।'

গত শুক্রবার সকালে রাজবিরাট আদিবাসী পাড়ার এক সাঁওতাল নারীকে মারধর এবং সেই রাতে তাদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। 

এ ঘটনায় গতকাল রাতে গোবিন্দগঞ্জ থানায় চেয়ারম্যান ও তার ভাইসহ ছয়জনকে আসামি করে একটি মামলা হয়েছে বলে জানান ওসি বুলবুল ইসলাম।

 

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

21m ago