ফরিদপুরে ছাত্রলীগ কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুরে ছাত্রলীগ কর্মী সৌরভ মালো (২৪) হত্যাচেষ্টা মামলায় ফরিদপুর শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে শহরের শোভারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সজীব আহমেদ ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার বাসিন্দা। তাকে চলতি বছর ১৫ মার্চ সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ।
ফরিদপুরে জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের পূর্ব পাশের সড়কে সৌরভ মালোকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে।
এ ঘটনায় সৌরভ মালো বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা প্রচেষ্টার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর একটি মামলা করেন। ওই মামলায় ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫-৭জনকে আসামি করা হয়। ওই মামলার ৫ নম্বর আসামি সজীব আহমেদ।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আগামীকাল বৃহস্পতিবার সজীবকে আদালতে সোপর্দ করা হবে।'
এর আগে মামলার এজাহারভুক্ত আসামি আশরাফুল হাসান ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হিসেবে শুভ্র শর্মা ও রুদ্রকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা সবাই বর্তমানে জামিনে আছেন।
Comments