ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে কারাগারে ১

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় কারাগারে ১
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার আবু তালেব। ছবি: সংগৃহীত

তেলের দাম বৃদ্ধির পর ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে মেহেরপুরে ১ জনকে গ্রেপ্তার করেছে ডিবি (জেলা গোয়েন্দা) পুলিশ।

গ্রেপ্তারকৃত আবু তালেব গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার তাকে কারাগারের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু তালেবকে গতকাল বুধবার রাতে উপজেলার সহগলপুর গ্রাম থেকে আটক করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা ডিবির ওসি সাইফুল আলম ডেইলি স্টারকে বলেন, 'তেলের দাম বৃদ্ধি হওয়ার পর গত শনিবার রাতে আবু তালেব নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে প্রধানমন্ত্রীকে কটুক্তি করেন।'

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে গ্রেপ্তারের জন্য যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় অভিযান চালানো হয়।

গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান লুইস বাদী হয়ে আবু তালেবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বলে জানান ওসি।

 

Comments

The Daily Star  | English