সাইবার নিরাপত্তা আইনও বাক ও সংবাদপত্রের স্বাধীনতায় বাধা হয়ে থাকবে: ওয়ার্কার্স পার্টি

ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সাইবার নিরাপত্তা আইনও 'বাক, মতামত ও সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বাধা হয়ে থাকবে' বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটের শরীক ওয়ার্কার্স পার্টি।

আজ বৃহস্পতিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, 'ডিজিটাল নিরাপত্তা আইনকে কিছুটা ঝাড়-পোছ করে সংসদে সাইবার নিরাপত্তা আইন নামে পাস করায় গভীর হতাশা প্রকাশ করেছে' বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো।

তাদের ভাষ্য, 'ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই এই আইনের অপব্যবহার ও অপপ্রয়োগের সুযোগ অবারিত রাখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের কারণে এখন পর্যন্ত সাত হাজারের ওপর মামলা রয়েছে। নতুন আইনে সে সব মামলা রেহাই দেওয়া হয়নি, জীবন্ত রয়েছে।'

'সবচেয়ে দুভার্গ্যজনক যে আইন প্রণয়নকালে অংশীজনদের সুপারিশ চাওয়া হলেও তা প্রায় সংর্বাংশই গ্রাহ্য করা হয়নি। সাংবাদিকদের দাবি অনুসারে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারা বাদ দেওয়া হলেও অন্যান্য ক্ষেত্রে কিছু করা হয়নি।'

'ডিজিটাল নিরাপত্তা আইন যে ভয়ের সংস্কৃতির জন্ম দিয়েছিল তাই বহাল থাকবে,' বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English
NBR officers retired by government

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago