প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট, বগুড়ায় যুবক গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ছবি এবং অশালীন মন্তব্য পোস্ট করায় বগুড়ায় মো. হোসাইন ইসলাম হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে সদর থানা ও গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

হোসাইনের বাড়ি সদর উপজেলার নামুজা ইউনিয়নের কারিগরপাড়ায়। তার বাবার নাম তসলিম উদ্দিন মেকার।

পুলিশ জানিয়েছে, নামুজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

এদিন সকালেই নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান (২৯) বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হোসাইন সরকার ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে নেতাকর্মীদের উত্তেজিত করে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম বলেন, 'তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

55m ago