কারামুক্ত হলেন জবি শিক্ষার্থী খাদিজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। ছবি: সংগৃহীত

কারাগার থেকে মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হয়ে আসেন।

কাশিমপুর কারাগারের কারারক্ষী রিমা আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'তার (খাদিজা) পরীক্ষা থাকায় তাকে সকালে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।'

খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি খাদিজা। তার জামিন আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায় সন্ধ্যায়।

খাদিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ভার্চুয়াল মাধ্যমে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবর মাসে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি থানায় পৃথক দুটি মামলা করে।

গত বছরের মে মাসে পুলিশ ওই দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল তাদের দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুই মাস পরে ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। তখন থেকে তিনি কারাগারে ছিলেন।

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

51m ago