প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

এসআই মো. শরীফ উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গতকাল রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করেন।’

তিনি আরও বলেন, ‘মামলার পরে ওই রাতেই অভিযান চালিয়ে মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গ্রেপ্তার দেলোয়ার হোসেন (২৮) নিজবাহাদুরপুর ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে।

Comments