স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ৩ ‘বাস ডাকাত’

মো. নুরুন্নবী, মো. আউয়াল ও রাজা মিয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল মহাসড়কে বাস ডাকাতি এবং সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ৩ ডাকাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

গতকাল শুক্রবার গাজীপুর থেকে গ্রেপ্তার হওয়া মো. আউয়াল টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুনের আদালতে এবং একইদিন একই এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মো. নুরুন্নবী এবং ঘটনার পরদিন টাঙ্গাইল শহর থেকে গ্রেপ্তার রাজা মিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলমের আদালতে জবানবন্দি দেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গ্রেপ্তার ৩ জনকে আদালতে উপস্থাপন করেন।

গত বুধবার কুষ্টিয়া থেকে নারায়নগঞ্জগামী ঈগল এক্সপ্রেসের একটি বাসে টাঙ্গাইলে ডাকাতি হয়। বাসের এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাতদল।

ওই ঘটনায় হেকমত আলী নামে এক যাত্রী বাদী হয়ে সেদিনই মধুপুর থানায় ডাকাতি এবং ধর্ষণের মামলা দায়ের করেন।

প্রাথমিকভাবে মধুপুর পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে মামলার তদন্তভার টাঙ্গাইল গোয়েন্দা পুলিশকে (উত্তর) দেওয়া হয়।

 

Comments

The Daily Star  | English

No discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

54m ago