চলন্ত বাসে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে জবানবন্দি দিলেন সেই নারী

টাঙ্গাইলে ডাকাতির কবলে পড়া বাসটি। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী আদালতে জবানবন্দি দিয়েছেন। 

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহম্মেদ জানান, বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন ঘটনার ব্যাপারে তার জবানবন্দি রেকর্ড করেন। 

এর আগে ডা. রেহেনা পারভীনের নেতৃত্বে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের ৩ চিকিৎসক ওই নারীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৮টায় দৌলতপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঈগল পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। সে রাতে একদল ডাকাত বাসটি কয়েকঘণ্টা নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে যাত্রীদের মারধর, লুটপাট ও ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

পরে বাসটিকে রাস্তার পাশে কাত করে ফেলে ডাকাতেরা পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন কুষ্টিয়ার হেকমত আলী নামে ওই বাসের এক যাত্রী বাদি হয়ে অজ্ঞাতনামা ১০-১২জনকে আসামি করে মধুপুর থানায় একটি ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন।

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

1h ago