নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ঝরল ২ বন্ধুর প্রাণ

স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীর পলাশ উপজেলায় ইটবাহী ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় উপজেলার ডাংগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে সাকিবুল ইসলাম (১৮) ও একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে সিয়াম (১৮)।

নিহত যুবকদের স্বজনরা জানিয়েছেন, সাকিব ও সিয়াম দুই বন্ধু। বিকেল সাড়ে ৫টার দিকে তারা মোটরসাইকেলে তালতলা এলাকা থেকে ঘোড়াশালের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে সান্তানপাড়ায় ইটবাহী ট্রলি বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দুই আরোহী সড়কের পাশে ছিটকে পড়েন। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, গুরুতর আহত অন্যজনকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছেন। ট্রলিটি জব্দ করা হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাশার কমল ডেইলি স্টারকে বলেন, 'সিয়ামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।'

শহীদুল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত যুবকদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ট্রলি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।'

Comments

The Daily Star  | English

'State intelligence agency' is attempting to form political party, Rizvi alleges

Doubts are growing as to whether there are subtle efforts within the government to weaken and break the BNP, he also said

2h ago