দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশমাইল মহাসড়কের জাদুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দাশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার জাদুর মোড়ে ধান বোঝাই ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক ও বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
Comments