বুয়েট শিক্ষার্থী নিহত

প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন সাবেক সেনা কর্মকর্তার নামে, বিয়ারের ক্যান-মদের বোতল উদ্ধার

প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ছবি: সংগৃহীত

রূপগঞ্জের ৩০০ ফিট সড়কে পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় বুয়েট শিক্ষার্থীদের মোটরসাইকেলকে দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দেয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহত এবং অমিত সাহা ও মেহেদী হাসান গুরুতর আহত হয়েছেন।

নিহত মোহতাসিম মাসুদ ফরিদপুরের আলফাডাঙ্গার মাসুদ মিয়ার ছেলে। আহত অমিত ময়মনসিংহের মুক্তাগাছার তপন কুমার সাহার ছেলে এবং মেহেদী কুমিল্লা সদরের মফিজুর রহমান খানের ছেলে। 

এ ঘটনায় মুবিন আল মামুন ও তার দুই বন্ধু মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং তিনিই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। প্রাইভেট কারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে।

নিহত মাসুদের সহপাঠী ফাইয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাসুদের বাসা কলাবাগান। অমিত ও মেহেদী বুয়েটের আহসানউল্লাহ হলে থাকে। গতরাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। সেখানে একটি প্রাইভেটকারের ধাক্কায় তারা আহত হয়। পরে পথচারীরা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।'

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত মাসুদের পিতা মাসুদ মিয়া।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতরাত ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন মাসুদ। পরে তিন বন্ধু মিলে ৩০০ ফুট সড়কে ঘুরতে বের হন। সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান। পরে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। ভোররাত আনুমানিক ৩টার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার সেই চেকপোস্ট অতিক্রম করে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান।

ঘটনার পর প্রাইভেটকারটি তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ডোপ টেস্টের জন্য পাঠানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

এদিকে, এ ঘটনার প্রতিক্রিয়ায় আজ শুক্রবার সকালে রূপগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বুয়েট শিক্ষার্থীরা। এসময় তারা জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করেন।

 

Comments

The Daily Star  | English

3 die of dengue as daily hospitalisations hit record high this year

Nearly 500 patients admitted in 24 hours as total cases rise to 12,763

2h ago