যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপারের মৃত্যু

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপারের মৃত্যু
রকেট মেইলের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক | ছবি: সংগৃহীত

যশোরের সদর উপজেলায় ঘন কুয়াশার মধ্যে লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন মারা গেছেন।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চুড়ামনকাটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা দুজন হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী এলাকার বাসিন্দা পারভেজ (৫৩) ও তার সহকারী একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর এলাকার বাসিন্দা নাজমুল (৩৮)।

যশোর রেল পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'যশোর থেকে ভুষিবোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে চুড়ামনকাটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে খুলনাগামী রকেট মেইলের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ শুনে গেটম্যান সজল ও স্থানীয় বাসিন্দারা গিয়ে ট্রাকচালক ও হেলপারের মরদেহ দেখতে পায়।'

শহিদুল আরও বলেন, 'স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।'

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গেটম্যান সজল। তিনি বলেন, 'ট্রাকচালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে।'

এ ব্যাপারে শহিদুল ইসলাম বলেন, 'বিষয়টি খতিয়ে দেখা হবে।'

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda departs for London

The air ambulance ferrying the former prime minister departed from Hazrat Shahjalal International Airport at 11:47pm

7h ago